টিভি নাটকের চিরসবুজ এক জুটি আফজাল হোসেন-সুবর্ণা মুস্তাফা। তাদের অভিনয় দেখা যাবে আজ। তাদের অভিনীত টেলিফিল্ম 'তবুও আমারে দেবো না ভুলিতে' প্রচার হবে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে চ্যানেল আইতে। আরও অভিনয় করেছেন ফেরদৌসি মজুমদার, রওনক হাসান, সানজিদা প্রীতি প্রমুখ। রচনায় আজাদ আবুল কালাম, পরিচালনায় আরিফ খান।