সুমন আনোয়ারের রচনা এবং পরিচালনায় টেলিফিল্ম 'কালাগুল' প্রচার হবে আজ বেলা ২টা ১০ মিনিটে বাংলাভিশনে। অভিনয়ে ইন্তেখাব দিনার, তিশা, মিমো, শহীদুল আলম সাচ্চু প্রমুখ। দেখা যাবে টুম্পা নামে এক তরুণীকে কিডন্যাপ করা হয়। তারপর তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া হয়। তাকে গভীর বনাঞ্চলে নিয়ে রাখা হয়।