এনটিভিতে আজ রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক 'সুখের ছাড়পত্র'। আশফাক নিপুণ ও জাহিদুল হক অপুর যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। অভিনয় করেছেন তাহসান, মিথিলা, আইরিন আফরোজ, মাহমুদা আপন, অনিক, আফরিন প্রমুখ। সামাজিক গল্প নিয়ে নাটকটি নির্মিত হয়েছে।