এনটিভিতে আজ রাত ১১টা ১৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম 'এয়ার বেন্ডার'। তানিম রহমান অংশুর রচনা ও পরিচালনায় এখানে অভিনয় করেছেন তারিক আনাম খান, অপূর্ব, শার্লিন, সুজানা, মিশু সাব্বির, টয়া, শ্যামল মাওলা, আনন্দ খালিদ, মিথিলা, কাদেরী, শাহরিয়ার শাকিল প্রমুখ। গল্পটি একজন গবেষককে নিয়ে এগিয়েছে।