ছোটবেলা থেকে রাজু মোশাররফ করিমের স্বপ্ন-ভিলেন হবে। বাংলা সিনেমার ভিলেন। এ জন্য গ্রাম থেকে সে ভিলেন হওয়ার উদ্দেশ্যে ঢাকা আসে। এফডিসির গেটে দাঁড়িয়ে থাকে কিন্তু কেউ ডাকে না। একদিন সে নায়িকার শ্লীলতাহানির দৃশ্যে অভিনয়ের সুযোগ পায়। আর বি প্রীতম এর রচনা ও পরিচালনায় নাটকটি প্রচার হবে আরটিভিতে আজ রাত ৭টা ৫০ মিনিটে।