ঈদের ছুটি শেষ। তবুও রয়ে গেছে রেশ। এখনও ঈদের আমেজে আছে গোটা দেশ। সেই আমেজে খোরাক জোগাতে ঈদের চতুর্থ দিনেও ছোটপর্দায় রয়েছে নানা আয়োজন। এবার জানা যাক কয়েকটি টেলিভিশন চ্যানেলে ঈদের চতুর্থ দিনে প্রচারিতব্য উল্লেখযোগ্য অনুষ্ঠানের খবর—
এটিএন বাংলা : সকাল সাড়ে ১০টায় প্রচার হবে ছায়াছবি ‘বৃহন্নলা’। সোহানা সাবা ও ফেরদৌস অভিনীত সিনেমাটি পরিচালনা করেছেন মুরাদ পারভেজ।
রাত ৮টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘মলিনার একরাত্রী’। সৈয়দ মঞ্জুরুল ইসলামের গল্প থেকে নাট্যরূপ ও পরিচালনা করেছেন আবুল হায়াত। অভিনয় করেছেন রিচি সোলায়মান, ইন্তেখাব দিনার, ওয়াহিদা মল্লিক জলি ও আবুল হায়াত।
বিকেল ৫টা ৩৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক ‘এক দুপুরের ভালোবাসা’। মোহন খানের রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন সুজানা, তানভীর, কল্যাণ, সোমা, সমাপ্তী ও নমিরা।
চ্যানেল আই : সকাল সাড়ে ১০টায় ‘কী দারুণ দেখতে’ চলচ্চিত্রের প্রিমিয়ার হবে। পরিচালনায় ওয়াজেদ আলী সুমন ও অভিনয়ে বাপ্পী, মাহী, ওয়াহিদা মল্লিক জলি, মিশা সওদাগর ও সোহেল খান।
দুপুর আড়াইটায় প্রচার হবে টেলিফিল্ম ‘দি কাকলী অপেরা’। বৃন্দাবন দাসের রচনায় পরিচালনা করেছেন শাহনেওয়াজ কাকলী। অভিনয়ে ফজলুর রহমান বাবু, চঞ্চল চৌধুরী, রিচি সোলায়মান, প্রাণ ও মামুনুর রশীদ।
আফজাল-সুবর্ণা জুটিকে দেথা যাবে ‘তবুও আমারে দেবোনা ভুলিতে’ টেলিফিল্মে। রচনা করেছেন আজাদ আবুল কালাম। পরিচালনা করেছেন আরিফ খান। প্রচার হবে বিকেল সাড়ে ৪টায়।
রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে নাটক ‘সুইচ অফ’। রচনা ও পরিচালনায় আরিফ রহমান। অভিনয়ে মোশারফ করিম, সামিয়া, সোহেল খান, মারজুক রাসেল, ফারুক আহমেদ, কচি খন্দকার ও সুমন পাটোয়ারী।
রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে নাটক ‘হঠাৎ প্রিয়তমা’। রচনা আনিসুল হক, পরিচালনা শামীম শাহেদ। অভিনয়ে অপি করিম ও মুসা ইব্রাহীম।
এনটিভি : সকাল ১০টা ৫ মিনিটে প্রচার হবে ছায়াছবি ‘স্বামী ভাগ্য’। এফআই মানিকের পরিচালনায় অভিনয় করেছেন আমিন খান, রোমানা, ডিপজল ও রেসী।
দুপুর ২টা ৩৫ মিনিটে প্রচার হবে টেলিফিল্ম ‘কেন মেঘ আসে’। গৌতম কৈরী’র রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন অপূর্ব, প্রসূন আজাদ, আল মামুন, মম মোর্শেদ ও শামীমা তুষ্টি।
রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে বিরতিহীন নাটক ‘সুখের ছাড়পত্র’। আশফাক নিপুন ও জাহিদুল হক অপুর যৌথ রচনায় নাটকটি পরিচালনা করেছেন আশফাক নিপুন। অভিনয় করেছেন তাহসান, মিথিলা, আইরিন আফরোজ, মাহমুদা আপন, অনিক ও আফরিন।
রাত সোয়া ১১টায় প্রচার হবে বিশেষ টেলিফিল্ম ‘এয়ার বেন্ডার’। তানিম রহমান অংশুর রচনা ও পরিচালনায় অভিনয় করেছেন তারিক আনাম খান, অপূর্ব, শার্লিন, সুজানা, মিশু সাব্বির ও টয়া।
আরটিভি : বিশেষ অনুষ্ঠান ‘আফজাল হোসেন ও তাঁর প্রিয়মুখ’ উপস্থাপনা করেছেন তানিয়া আহমেদ। অংশগ্রহণে আফজাল হোসেন, নোবেল, সজল, সুইটি ও অপি করিম। সোহেল রানা বিদ্যুতের প্রযোজনায় প্রচার হবে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে।
মাহবুব বাপ্পির রচনায় নাটক ‘লটারি’ পরিচালনা করেছেন জাহিদ হাসান। অভিনয় করেছেন জাহিদ হাসান, নিপুন ও মায়সারা। প্রচার হবে রাত ৯টা ২০ মিনিটে।
মাছরাঙা : টেলিফিল্ম ‘মন পুতুলের গল্প’ রচনা করেছেন শরীফ সুমন এবং পরিচালনা করেছেন রুমান রুনি। অভিনয় করেছেন সজল ও মেহজাবিন। প্রচার হবে দুপুর ২টা ৪০ মিনিটে।
নাটক 'চাঁদ ও বামনের গল্প' রচনা করেছেন জাকারিয়া সৌখিন, পরিচালনা করেছেন মহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয় করেছেন সোনিয়া ও মাজনুন মিজান। প্রচার হবে রাত ৮টা ৫০ মিনিটে।
বৈশাখী : সকাল ১০টা ৫০ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্র ‘মা আমার স্বর্গ’। পরিচালনা করেছেন শাহীন সুমন, অভিনয়ে শাকিব খান, পূর্ণিমা ও ববিতা।
দুপুর আড়াইটায় প্রচার হবে নাটক ‘সুপার স্টার’। রচনা ও পরিচালনা করেছেন সাইফ আহমেদ। অভিনয়ে নাদিয়া, চিত্রলেখা গুহ, রাশেদ মামুন অপু ও সঙ্গীতা চৌধুরী।
‘মিউজিক মোমেন্টস’ এ সারাসরি গাইবেন ইমরান, ঝিলিক ও পূজা। প্রচার হবে রাত ১০টা ৩৫ মিনিটে।
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৫/ এস আহমেদ