অভিনেত্রী ডেমি মুরের লস অ্যাঞ্জেলসের বাড়ির সুইমিং পুল থেকে ২১ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মুর জানিয়েছেন, এ ঘটনা যখন ঘটেছে তিনি তখন বাড়িতে ছিলেন না। তিনি এ বিষয়ে কিছুই জানেন না।
৫২ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ''আমি একেবারে হতবাক হয়ে গেছি। আমি দেশের বাইরে আমার মেয়েদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম একটি জন্মদিন উপলক্ষ্যে, তখনই আমি এই ভয়ঙ্কর সংবাদটি পাই।''
মুর বলছেন, তার অনুপস্থিতিতে তার সহকারী একটি পার্টির আয়োজন করেছিলেন। সেখানেই ঘটে এই ঘটনা।
''এটি একটি অভাবনীয় দুর্ঘটনা। আমার হৃদয় ওই তরুণের পরিবার এবং বন্ধুদের পাশে।''
মৃত যুবক এডনিলসন স্টিভেন ভ্যালে সাতার জানতেন না বলে তার পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন। পুলে তার লাশ ভেসে ওঠার ১০ থেকে ১৫ মিনিট আগ পর্যন্ত তাকে খুঁজে পাচ্ছিলেন না তার বন্ধুরা- এমনটাই জানিয়েছেন লস অ্যাঞ্জেলস কাউন্টি পুলিশ কর্মকর্তা ফ্রেড করাল।
ভোর সোয়া পাঁচটায় ভ্যালের মৃতদেহ ভেসে উঠতে দেখে পুলিশ ডাকেন তার বন্ধুরা। দ্রুত তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাঁচানোর চেষ্টা করা হলেও সাড়ে পাঁচটায় তাকে মৃত ঘোষণা করা হয়।
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৫/ এস আহমেদ