বর্তমান প্রেক্ষাপটে ফেসবুক ভেরিফাইড এক নতুন ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। এ যেন এক ধরনের তকমা লাগানো। সম্প্রতি বেশ কয়েকজন তারকার ফেসবুক পেইজ ভেরিফাইড হয়েছে। এবার এ ধারাবাহিকতায় যোগ হল হালের আলোচিত অভিনেত্রী পরীমণির নাম। সোমবার দিবাগত রাতে তার ফেসবুক পেইজটি স্বীকৃতি পেয়েছে। অর্থাৎ ভেরিফাইড হয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত তার এই পেইজে লাইক ছিল প্রায় ৬৮ হাজার। ভেরিফাইড সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, বিষয়টি আমার জন্য খুবই উচ্ছ্বাসের। মনে হচ্ছে এবারের ঈদে ফেসবুকের পক্ষ থেকে এটা আমার ঈদি। এর ফলে একটা বিষয়ে আশ্বস্ত হলাম। অর্থাৎ আমার নামে যেসব ফেক আইডি রয়েছে তা নিয়ে আর কোনো গুঞ্জন শোনা যাবে না। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে।