কান ধরে উঠবস করলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা মাহি। আর কান ধরে ওঠবসের ভিডিও তিনি নিজেই তার ফেসবুক পেজে আপলোড করেছেন। তবে কি কারণে এটা করেছেন তা জানাননি।
মাহি তার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে একটি ভিডিও আপলোড করেন। এতে তাকে তিনবার কান ধরে উঠবস করতে দেখা যায়। ৯ সেকেন্ডের এ ভিডিওর শেষের দিকে ভেংচি কাটতেও দেখা যায় তাকে। এ ভিডিওর ক্যাপশন মাহি লিখেছেন- 'মনটাকি একটু ভালো হইসে ......?????? ?????'
তার এ পোস্টের নিচে কমেন্টও পড়েছে অনেক। মনটা ভালো হয়েছে কিনা- মাহির এমন প্রশ্নে ফয়সাল আলী খান লিখেছেন, 'হ্যাঁ হইছে''। উপল জামান লিখেছেন, ''মাত্র তিনবার?''
মাহি অভিনীত জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত আলোচিত সিনেমা অগ্নি টু। ঈদুল ফিতরে সিনেমাটি সারাদেশে মুক্তি পেয়েছে। এ সিনেমায় মাহির বিপরীতে অভিনয় করেছেন কলকাতার চিত্রনায়ক ওম।
ভিডিও দেখুন: https://www.facebook.com/mahiya.nipa/videos/vb.100000382619138/945645822124829/?type=2&theater
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৫/ এস আহমেদ