বলিউডের সাইফপত্নী অভিনেত্রী কারিনা কাপুর খান মা হতে যাচ্ছেন! তবে এখনই নয়। স্রেফ মা হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন 'বাজরঙ্গী ভাইজান' মুভির এই অভিনেত্রী। এজন্য আরো বছর দুয়েক অপেক্ষা করতে হবে কারিনা ভক্তদের।
২০১২ সালে ছোট নবাব সাইফ আলি খানকে বিয়ে করেন কারিনা। তার আগে পাঁচ বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন তারা। তবে বিয়ে হলেও বলিউড ক্যারিয়ার থেমে থাকেনি তার। সংসার করার পাশাপাশি সমান তালে চালিয়েছেন অভিনয়। ১৭ জুলাই সালমান খানের বিপরীতে কারিনার বাজরঙ্গী ভাইজান মুভিটি মুক্তি পেয়েছে। মুক্তির পরপরই মুভিটি বক্স অফিসে ব্যাপক হিট হয়েছে।
বিবাহিত জীবন আর অভিনয়ের মধ্যে সত্যিই ভারসাম্য রেখে চলেছেন তিনি। বলিউডে জোর গুঞ্জন এই ভারসাম্য বজায় রাখতেই সম্ভবত কারিনা মাতৃত্বের বিষয়টি দু’তিন বছর পিছিয়ে দিতে চাইছেন। সূত্র: আনন্দবাজার
বিডি-প্রতিদিন/২১ জুলাই ২০১৫/শরীফ