কিছুদিন আগেই আলিবাগে ক্যাটরিনা কাইফের জন্মদিন পালন করেছেন রণবীর কাপুর। শোনা যাচ্ছে, সেখানেই নাকি প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন তিনি। আর এখন ক্যাটরিনার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দু'জনই লন্ডন যাচ্ছেন।
কিছুদিন আগে শোনা গিয়েছিল যে, ক্যাটরিনাকে একটি এনগেজমেন্ট রিং দিয়ে রণবীর বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। একটি সূত্রের বরাত দিয়ে বলিউড লাইফও এই কথা জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রণবীর পার্সিয়ান 'ব্রান্ড ভ্যান ক্লিফ অ্যান্ড আরপেলস' থেকে প্লাটিনাম ও ডায়মন্ডের একটি ব্যান্ড কিনেছেন। এতে ক্যাটরিনার নামের আদ্যক্ষর খোদাই করা আছে।
খুব বেশিদিন আগের কথা নয়। ক্যাটরিনাকে বিয়ে করার পরিকল্পনার কথা মিডিয়াকে জানিয়েছিলেন রণবীর। তিনি বলেছিলেন, 'আমরা এই বছর দু'জনেই ব্যস্ত। তাই বিয়ে করার সময় হবে না। আগামী বছরের শেষের দিকে বিয়ের পরিকল্পনা করছি। আমাদের দু'জনেরই এতে সম্মতি রয়েছে।'
গুঞ্জন শোনা যাচ্ছে, ক্যাটরিনার মায়ের সঙ্গে বিয়ের বিষয়ে কথা বলার জন্য রণবীর লন্ডনে যাচ্ছেন। লন্ডনে যাওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে পাপ্পারাজিদের ক্যামেরায় ধরা পড়েন তারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া।
বিডি-প্রতিদিন/২১জুলাই ২০১৫/শরীফ