আনকাট সেন্সর ছাড়পত্র পেলো সাইফ চন্দন পরিচালিত চিত্রনায়ক কায়েস আরজু ও চিত্রনায়িকা আইরিন অভিনীত প্রথম চলচ্চিত্র 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল'। নিজের অভিনীত এবং অনেক স্বপ্নের চলচ্চিত্র নিয়ে চিত্রনায়ক কায়েস আরজু বলেন, 'যদিও চলচ্চিত্রটি শেষ হতে এবং সেন্সর ছাড়পত্র পেতে বেশকিছুটা সময় লেগেছে। কিন্তু আমি সত্যিই অনেক খুশি যে আমার অনেক স্বপ্নের এবং সাধনার এ চলচ্চিত্রটি কোনোরকম কাটিং ছাড়াই ছাড়পত্র লাভ করেছে। আমি এর প্রযোজনা সংস্থা এবং পরিচালকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে, তারা আমাকে এমন একটি চলচ্চিত্রে কাজ করার সুযোগ করে দিয়েছেন।
সেন্সর বোর্ডে যারা চলচ্চিত্রটি উপভোগ করেছেন তারা আমার অভিনয়ের প্রশংসা করেছেন, আমি তাতেই মুগ্ধ।' চিত্রনায়িকা আইরিন বলেন, 'ভালোলাগছে এই ভেবে আনকাট ছাড়পত্র পেয়েছে। আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। দর্শকদের এখনই অনুরোধ করব সিনেমাটি দেখার জন্য।' 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল' চলচ্চিত্রটির কাহিনী এবং চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক সাইফ চন্দন নিজেই। এই চলচ্চিত্রে গান লিখেছেন ছয়জন বিনোদন সাংবাদিক। তারা হলেন অনুরূপ আইচ, জাহিদ আকবর, সোমেশ্বর অলি, সুদীপ কুমার দীপ, রবিউল ইসলাম জীবন ও মাহমুদ মানজুর। গান গেয়েছেন কণা, আরফিন রুমী, ইমরান, লিজা, বেলালসহ আরও অনেকে। পরিচালক সাইফ চন্দন জানান, শিগগিরই চলচ্চিত্রটি মুক্তির তারিখ চূড়ান্ত করা হবে।
এদিকে আরজু ও আইরিন অভিনীত গাজীউর রহমান পরিচালিত 'এই তুমি সেই তুমি' চলচ্চিত্রটিও রয়েছে মুক্তির অপেক্ষায় রয়েছে।