ঈদে আবারও রেকর্ড গড়লেন শীর্ষ তারকা শাকিব খান ও অপু বিশ্বাস জুটি। এবারের ঈদে মুক্তিপ্রাপ্ত তাদের অভিনীত 'লাভ ম্যারেজ' ছবিটি অভাবনীয় রিসেপশন নিয়ে যাত্রা করে। ঈদের দিন এ ছবির ওপেনিং কালেকশন ছিল শতকরা ৯৯ ভাগ। বুকিং এজেন্ট সূত্রে জানা গেছে, 'উল্কা'র মতো একটি প্রেক্ষাগৃহে প্রথম শোর টিকিট বিক্রি বাবদ আয় ছিল ৭৫ হাজার টাকা। সব প্রেক্ষাগৃহের চিত্রই ছিল এমন অপ্রত্যাশিত। বুকিং এজেন্টরা বলছেন, এ দেশের সবচেয়ে ব্যবসাসফল ছবি 'বেদের মেয়ে জোসনা'র রেকর্ড ভেঙেছে শাকিব-অপুর 'লাভ ম্যারেজ'। তা ছাড়া প্রথমবারের মতো এ দেশের কোনো ছবি ১৩০টির মতো প্রেক্ষাগৃহে প্রদর্শনের রেকর্ডও গড়েছে এ ছবি। ছবিটি দেখা দর্শকরা বলছেন গল্প ও শাকিব-অপুর অভিনয় হচ্ছে এই ছবির প্রাণ। তাদের কথায় আমাদের দেশে প্রতিটি ছবিই গল্পের দিক দিয়ে একটির সঙ্গে অন্যটির মিল থাকে। মানে গতানুগতিক ছবি। কিন্তু এই ছবির গল্প একেবারেই ব্যতিক্রম। পুরান ঢাকার ছেলে শাকিব তার পূর্ব পুরুষের ঐতিহ্য ছাড়তে নারাজ। কথা বলা, চলাফেরা করা সবই পুরান ঢাকার স্টাইলে করে। এ নিয়ে প্রেমিক অপুর সঙ্গে তার দ্বন্দ্ব। এ চরিত্রে অসাধারণ অভিনয় করেছেন শাকিব খান। গানগুলোও চমৎকার। শাহিন সুমনের নির্দেশনাও মনে রাখার মতো- বলছে দর্শক। প্রতিদিনই প্রেক্ষাগৃহে দর্শকের ভিড় বাড়ছে। ছবিটির মধ্য দিয়ে আবারও প্রমাণ হল ঢালিউডে শাকিব অপু জুটির বিকল্প নেই। ঈদে এমন একটি সুন্দর গল্পের ছবি ও শাকিব-অপুর মন কাড়া অভিনয় পেয়ে দর্শক মহাখুশি। এই জুটি এ পর্যন্ত অর্ধশতাধিক ছবিতে জুটি বেঁধেছে। যার মধ্যে সবই ব্যবসা সফল। এ কারণে শাকিব-অপু জুটিকে ঢালিউডের লাকি জুটি বলে অভিহিত করেন চলচ্চিত্রকাররা। দর্শকের কাছেও গ্রহণযোগ্য তারা।
২০০৮ সাল থেকে প্রতি ঈদে শাকিব-অপু জুটির ছবি মুক্তি পাচ্ছে ও ব্যবসায়িক রেকর্ড গড়ছে। এবারের 'লাভ ম্যারেজ' সেই ধারা অক্ষুণ্ন রেখেছে বলে বুকিং এজেন্টদের মন্তব্য। দর্শকের কথায় ঈদে শাকিব-অপুর ছবির বিকল্প নেই।