সফল হলেন ইমন-মিম জুটি। ঈদে মুক্তি পেল এই জুটি অভিনীত 'পদ্ম পাতার জল' ছবিটি। প্রেক্ষাগৃহ ও বুকিং এজেন্ট সমিতির তথ্যমতে ছবিটি দর্শকমন জয় করেছে এবং সফল হয়েছে। দর্শকের কথায় ইমন তার অভিনয়ে আবার কারিশমা দেখিয়েছেন। ফুলেশ্বরী চরিত্রটি সত্যিই মিমের জন্য। ক্লাসিক্যাল ডান্সে মিমের পারদর্শিতা প্রশংসনীয়। এ ছবিতে অন্য এক মিমকে খুঁজে পাওয়া গেছে। যিনি কিনা দর্শকের প্রত্যাশা শতভাগ পূরণে সক্ষম হয়েছেন। শত বছর আগের গল্পে এ সময়ের দুই অভিনয় শিল্পীর সাফল্যের সঙ্গে উতরে যাওয়া মানে তারা তাদের দক্ষতার সাক্ষর রেখেছেন। ফলে ছবিটি সহজেই দর্শক আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ছবির লোকেশন এক অদেখা দেশকে
তুলে ধরেছে দর্শকের সামনে। এই কৃতিত্ব নির্মাতা তন্ময় তানসেন ও গল্পকার লতিফুল হক শিবলীর। গানও প্রাণ কেড়েছে। অন্যরকম গল্পের এই ছবিটি শৈল্পিকমানে এতটাই সমৃদ্ধ যে ছোটখাটো ভুলচুক সহজেই এড়িয়ে যাওয়া সম্ভব হয়েছে।
ঈদের শ্রেষ্ঠ ছবিতে পরিণত হয়েছে 'পদ্মপাতার জল'। গানের পাশাপাশি কবিতার ব্যবহার ছবিতে ভিন্নমাত্রা যোগ করেছে। দর্শক বলছে বাণিজ্যিক ও শৈল্পিক মানের সংমিশ্রণে অসাধারণ একটি ছবি উপহার দিয়েছে নির্মাণ সংস্থা ট্রাইপড স্টুডিও। নিঃসন্দেহে 'পদ্ম পাতার জল' এ দেশের চলচ্চিত্র জগতে ইতিহাস হয়ে থাকবে বলেও চলচ্চিত্রবোদ্ধাদের দাবি।