একসময়ের প্রেমিক যুগল শহিদ কাপুর ও কারিনা কাপুর খান এখন বিচ্ছিন্ন। অন্য মানুষের জীবনসঙ্গী। সাইফের সঙ্গে কারিনার বিয়ের বয়স তিন বছর হবে আগামী অক্টোবরে। আর শহিদ সদ্য বিয়ে করলেন। কারিনার মতে, শহিদ চমৎকার স্বামী হবেন। কারণ তিনি মানুষ হিসেবেও চমৎকার।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শহিদকে প্রশংসায় ভাসিয়েছেন কারিনা। ৩৪ বছর বয়সী এই অভিনেতা ঠিক সময়ে বিয়ে করেছেন বলেও মন্তব্য করেছেন বেবো। (কারিনার ডাকনাম)। তার কথায়, 'বিয়ের পর শহিদের চোখে-মুখে অন্যরকম প্রশান্তি লক্ষ্য করেছি। ক্যারিয়ারের দিক দিয়ে এখন খুবই ভালো জায়গায় আছে ও। তবে বিয়ের ব্যাপারে নিশ্চিত না হলে শহিদ কখনো তা করত না। সন্দেহ নেই, শহিদ স্বামী হিসেবেও দারুণ হবে।'
শহিদ তার বিয়েতে নবাব দম্পতিকে নিমন্ত্রণ করেছিলেন। কারিনা না যেতে পারলেও তার ও মিরা রাজপুতের জন্য পাঠিয়েছেন বিশেষ উপহার।
শহীদ-কারিনা বেশ কয়েকটি ছবিতে একসঙ্গে অভিনয় করেছেন। এগুলো হলো 'ফিদা' (২০০৪), 'থার্টি সিঙ চায়না টাউন' (২০০৬), 'চুপ চুপ কে' (২০০৬), 'জব উই মিট' (২০০৭) এবং 'মিলেঙ্গে মিলেঙ্গে' (২০১০)।