কেমন আছেন?
এই তো ভালো আছি। চলচ্চিত্রে কাজ খুব একটা করা হয় না। অন্য সব কিছু ঠিকঠাক চলছে। সব মিলিয়ে ভালোভাবেই দিনক্ষণ কেটে যাচ্ছে।
চলচ্চিত্রে কাজ কমিয়ে দিয়েছেন কেন?
এ নিয়ে মনের গভীরে তীব্র একটা কষ্ট আছে। এখানে আমাদের মতো শিল্পীদের লিভিং লিজেন্ড বলা হয় শুধু কাগজে-কলমে। কাজের ক্ষেত্রে কোনো মূল্যায়ন করা হয় না। যেমন সম্প্রতি 'আরও ভালোবাসবো তোমায়' শিরোনামে একটি ছবিতে কাজ করলাম। এখানে নিজের চরিত্রে অর্থাৎ অভিনেতা সোহেল রানা হিসেবেই অভিনয় করেছি। কষ্ট পেলাম তখনই যখন দেখলাম ছবির পোস্টার বা নেটে কোথাও আমার নাম বা ছবি নেই। মানে আমরা নামেই শুধু লিভিং লিজেন্ড।
আপনাদের মতো শিল্পীদের প্রতি মূল্যায়নের অভাব কোন দৃষ্টিকোণ থেকে?
৪০-৪৫ বছর ধরে যে অবস্থানে আছি বা অবস্থান ধরে রেখেছি তা বিক্রি করার জন্য নয়। যেমন চরিত্রে আমাদের কাস্ট করা উচিত তা এখানে হয় না। যেমন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনকে পা, সরকার, ভূতনাথ, পিকুসহ এ ধরনের সব চরিত্রে কাস্ট করে এখনো যে সম্মান দেওয়া হচ্ছে আমাদের দেশে সেই সম্মান কোথায়। শুধু চরিত্র নয়, সব ক্ষেত্রেই একজন শিল্পীকে বিদেশে যে সম্মান দেওয়া হয় এখানে তা কল্পনাও করা যায় না।
তাহলে আর অভিনয় করছেন না?
না, তা বলব না। অবশ্যই করব। তবে মানসম্মত গল্প, নির্মাতা, দেশের কৃষ্টি ও সংস্কৃতি আর চরিত্র দেখেই কাজ করব। যে ছবি আমাকে এঙ্প্লোয়েট করতে পারবে তেমন ছবিতে কাজ করতে চাই। যে কাজে মানসম্মান নেই তাতে কাজ করা কারও উচিত নয়।
আর পরিচালনায় আবার কখন আসছেন?
আপাতত নয়। কারণ যে টিম নিয়ে কাজ করব তার প্রত্যেক সদস্যের সঙ্গে আমার চিন্তা-চেতনা আর মনের মিল থাকতে হবে। এখন তো জেনারেশন গ্যাপ চলছে না। চলছে জেনারেশন জাম্প। এই জাম্পের সঙ্গে তো আমরা অ্যাডজাস্ট করতে পারব না। তাদের কাজে চোখ ধাঁধাচ্ছে। মন ধাঁধাচ্ছে না। আমি এখনো স্টার হতে পারিনি। অথচ নতুন এসেই অনেকে বলছে আমি অমুক সুপারস্টার প্রতিযোগিতা জিতে এসেছি। মানে অভিনয়ের 'অ'ও জানে না এমন অনেককে আগেই স্টার বানিয়ে ছবিতে আনা হচ্ছে। এদের অভিনয়ের প্রতি ভালোবাসা ও সিনসিয়ারিটি নেই। এই সহজে স্টার হতে আসাদের নিয়ে কাজ করব কীভাবে। একজন ববিতা, কবরী, শাবানা হওয়া তো সহজ কথা নয়। তাই ভেবেচিন্তে আবার অভিনয় বা নির্মাণে আসব। ব্যবসা, গল্প এবং হৃদয়ের সঙ্গে মিলছে এমন পরিবেশ তৈরি করেই আসব। কারণ চলচ্চিত্র আমার অস্থি মজ্জায় মিশে আছে। তাই মনের শান্তির জন্য বারবার এই জগতে ফিরে আসব।
নতুনদের নিয়ে বলুন।
ওই যে বললাম জেনারেশন জাম্প চলছে। তারা পর্দায় দেখাচ্ছে ঘুষি মারলে মানুষ আকাশে উড়ে যায়। উন্নত টেকনোলজি ভালো। তবে এর নামে অবাস্তব কিছু সৃষ্টি উচিত নয়। আমরা এখনো পাহাড় থেকে গড়িয়ে পড়ার দৃশ্যে অভিনয় করতে চাই। কারণ এটা বাস্তব। অবাস্তব কাজ করে কখনো স্টার হওয়া যায় না। শোবিজে আসার আগেই কেউ স্টার হতে পারে না। কিন্তু নতুনদের দ্বারা সবই সম্ভব হচ্ছে এখন। এ প্রবণতা চলচ্চিত্র শিল্পের জন্য ভালো নয়। দীর্ঘ সময় ধরে কাজ করে আমরা শিল্পী হয়েছি। সেই শিল্পমান ধরে রাখতে চাই। কিন্তু কেউ আমাদের অবমূল্যায়ন করুক তা কাম্য নয়। শুধু চরিত্র দিয়ে নয়, সব দিক দিয়েই শিল্পীকে মূল্যায়ন করতে হবে। বিষয়টি নতুনদের বোধগম্য হতে হবে। না হলে কখনো সত্যিকারের শিল্পী হওয়া যাবে না।
এবার ব্যক্তিগত বিষয়ে কিছু বলুন।
ব্যক্তিগত জীবনে পরিবার-পরিজন নিয়ে আমি খুব সুখী একজন মানুষ। আমার খুব ভালো লাগছে শিগগিরই বিয়ের ২৫ বছরপূর্তি করতে যাচ্ছি। আগামী ১৬ আগস্ট আমার ২৫তম বিবাহবার্ষিকী। সবার দোয়া চাই, যেন সুখ-শান্তিতে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারি।
আলাউদ্দিন মাজিদ