ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস অ্যাওয়ার্ডস বাফটা'য় সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন লিওনার্দো ডিক্যাপ্রিও। আলেজান্দ্রো গঞ্জালেজ ইনারিতু পরিচালিত 'দ্য রেভেনান্ট' মুভিতে অভিনয়ের জন্য শীর্ষ এ পুরস্কার পান তিনি। সেইসঙ্গে এই মুভিটি সেরা মুভির পুরস্কার জিতেছে। এছাড়া এর পরিচালক ইনারিতু সেরা পরিচালক হিসেবে বাফটা জিতে নিয়েছেন। লন্ডনের রয়্যাল অপেরা হাউসে গতরাতে বাফটা'র পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। খবর পিটিঅাই'র
স্টিফেন ফ্রাই উপস্থাপিত বাফটা'য় এবার সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেন ব্রি লারসন। 'রুম' মুভিতে চমৎকার অভিনয়ের জন্য তাকে এ পুরস্কার দেয়া হয়। সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন দুই ব্রিটিশ। এদের একজন হলেন কেট উইন্সলেট। 'স্টিভ জবস' মুভিতে জুয়ান্না হফম্যান নামে অ্যাপলের একজন মার্কেটিং এক্সিকিউটিভ'র চরিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরস্কার পান। এটা তার তৃতীয় বাফটা অ্যাওয়ার্ড লাভ। এছাড়া এ বছর সেরা ডকুমেন্টারি হিসেবে পুরস্কার জিতেছে 'এমি'। ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ পরিচালক আসিফ কাপাদিয়া এটি পরিচালনা করেন।
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ