ইউটিউবে মডেল-অভিনেত্রী নায়লা নাঈমের নতুন দুটি ভিডিও বেরিয়েছে। এর একটি হলো 'রাত্রীর যাত্রী' ছবির আইটেম গান 'আমি সুন্দরী নারী'। অন্যদিকে 'মধুর মেয়ে' নামের আরেকটি ভিডিওতে মডেল হয়েছেন নায়লা। এতে চিত্রনায়িকা অমৃতা খানও আছেন।
'আমি সুন্দরী নারী' গানটির কথা লিখেছেন ছবিটির কাহিনীকার, সংলাপ রচিয়তা, চিত্রনাট্যকার ও পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। কণ্ঠ দিয়েছেন ব্রিটেন প্রবাসী শিল্পী রুবাইয়াত জাহান। সংগীত পরিচালনায় রাজা কাশেফ।
'মধুর মেয়ে' গানটি গেয়েছেন জামান আশিক ও জামান আবিদ। কথা-সুরও তাদেরই।
এর আগে তন্ময় তানসেনের ছবি 'রানআউট' ও মাবরুর রশিদ বান্নাহর নাটক 'মাস্তি আনলিমিটেড'-এর আইটেম গানে নেচেছিলেন নায়লা।
ভিডিও:
ভিডিও:
বিডি-প্রতিদিন/১৫ ফেব্রুয়ারি ২০১৬/ এস আহমেদ