ক্যাটরিনা কাইফের সঙ্গে ব্রেক আপের পরই নতুন প্রেমের খোঁজে রণবীর কাপুর। তবে বলিউড সুপারস্টার নতুন প্রেমিকা কোনো রক্ত মাংসের মানুষ নয়। নায়কের নতুন প্রেম একটি নীল রেঞ্জ রোভার গাড়ি।
এটি ছাড়াও বেশ কিছু বিলাসবহুল গাড়ির মালিক রণবীর। তাঁর সংগ্রহে রয়েছে একটি সাদা অডি এ-এইট, একটি লাল অডি এ-এইট, মার্সিডিজ বেঞ্জ জি সিক্সটি থ্রি এবং একটি রেঞ্জ রোভার।
গাড়ি প্রেমী রণবীরের এই নীল রেঞ্জ রোভার গাড়িটি কেনার কারণ হিসেবে অনেকেই মনে করছেন ক্যাটরিনার সঙ্গে ব্রেক-আপ। বি-টাউনের একটা বড় অংশের মতে, বিরহের দুঃখ ভুলতেই নিজের জন্য এই গাড়িটি কিনেছেন রণবীর।
বিডি-প্রতিদিন/১৬ ফেব্রুয়ারি, ২০১৬/মাহবুব