বলিউড অভিনেতা শহীদ কাপুর প্রথমবারের মতো বাবা হচ্ছেন বলে খবর বেরিয়েছে। তার স্ত্রী মিরা রাজপুত প্রথমবারের মতো সন্তান ধারণ করেছেন বলে 'জুম' নামে স্থানীয় সেলিব্রেটিবিষয়ক নিউজ চ্যানেল তাদের এক প্রতিবেদনে জানিয়েছে। তবে এ ব্যাপারে শহীদ বা মিরা কারো কাছ থেকেই আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। খবর ইন্ডিয়া টুডে'র
গত বছরের ৭ জুলাই ঘটা করে বিয়ে করেন শহীদ ও মিরা। বিয়ের পর থেকেই নিয়মিত বিভিন্ন অনুষ্ঠানে স্ত্রীকে নিয়ে হাজির হচ্ছেন এই অভিনেতা। সম্প্রতি ছুটি কাটাতে গিয়ে তাদের তোলা ছবি ও সেলফি ভক্তদের মাঝে এক ধরনের উত্তেজনা ছড়িয়েছে। শহীদ ও মিরার ঘরে নতুন অতিথি আসার খবর এ উত্তেজনা অারো বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
এদিকে, শহীদ তার পরবর্তী মুভি 'রাঙ্গুন' নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বিশাল ভারদ্বাজ পরিচালিত এই মুভিটি চলতি বছরের ৩০ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/১৯ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ