২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপের থিম সং ছিলো 'ওয়াকা ওয়াকা'। গানটিতে কণ্ঠদেন কলম্বিনায় সঙ্গীতশিল্পী শাকিরা। অন্যান্য অনেক গানের চেয়ে অধিক জনপ্রিয়তা পায় শাকিরার এই থিম সংটি। একইসঙ্গে বিশ্বের কোটি কোটি মানুষের হৃদয়ে জয় করেন এই পপ তারকা।
বার্সা ডিফেন্ডার জেরার্ড পিকের সঙ্গে মন দিয়ে বর্তমানে সংসার শুরু করেছেন শাকিরা। ঘরে তাদের দুই ছেলে সন্তানও জন্ম নেয়। তিনি গানকে ভোলেননি। তাই নতুন একটি গানে কণ্ঠওয়াল্ট ডিনিজ-র পরবর্তী ছবি 'জুটোপিয়া'-তে শাকিরার গান শুনে আপনিও বলে উঠেতে পারেন 'আই ওয়ানা ট্রাই এভরিথিং।'
সম্প্রতি সেই গানের ভিডিও প্রকাশ পেয়েছে। বৃহস্পতিবার ইউটিউবে গানটি আপলোড করার পর থেকে এখন পর্যন্ত সোয়া ৫ লাখ মানুষ ভিডিওটি দেখেছেন।
বিডি-প্রতিদিন/০৫ মার্চ, ২০১৬/মাহবুব