মা হতে যাচ্ছেন ভারতের জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল। সম্প্রতি একটি ফ্যাশন শোতে হাজির হলে বিষয়টি সবার নজরে আসে।
গত বছরের ৫ ফেব্রুয়ারি অনেকটা চুপিসারেই দীর্ঘদিনের প্রেমিক এবং হিপকাস্ক ডটকমের প্রতিষ্ঠাতা শৈলাদিত্যকে বিয়ে করেন শ্রেয়া। বিয়েতে শুধু উপস্থিত ছিলেন পরিবারের সদস্য এবং কয়েকজন বন্ধু। পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছিলেন তার বিয়ের খবর।
মা হওয়ার খবরটি এখনো নিজে জানাননি শ্রেয়া। দেখা যাক, বিয়ের খবরের মতো মা হওয়ার পরে বিষয়টা জানিয়ে তিনি ভক্তদের চমকে দেন কিনা।
২০০২ সালে সঞ্জয় লীলা বনসালীর দেবদাস সিনেমার মাধ্যমে শ্রেয়া বলিউডে তার ক্যারিয়ার শুরু করেন। এ সিনেমাতে তার গাওয়া গান, 'সিলসিলা ইয়ে চাহাত কা', 'বৈরি পিয়া', 'ছলক ছলক', 'মোরে পিয়া', 'ডোলা রে ডোলা' মানুষের মনে আজও শিহরণ জাগায়। তারপর থেকে শুধু সিড়ি বেয়ে উপরেই উঠেছেন শ্রেয়া।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ