ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের প্রতিপক্ষ হয়ে দাঁড়ালেন বলিউড অভিনেত্রী লারা দত্ত। আজহারের বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণে আইনজীবীর পোশাক পরে আদালতে দাঁড়াচ্ছেন তিনি। তবে বিষয়টি বাস্তবে নয়, 'আজহার' ছবিতে এভাবেই দেখা যাবে লারাকে।
ছবিটিতে পাবলিক প্রসিকিউটর (সরকারি অভিযোক্তা) মীরার ভূমিকায় অভিনয় করেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী। গত ২৯ মার্চ এর একটি স্থিরচিত্র প্রকাশিত হয়, যেখানে লারাকে আইনজীবীর পোশাকে দেখা যায়।
লারাকে সর্বশেষ 'ফিতুর' ছবিতে দেখা গেছে। মীরা চরিত্রটি প্রসঙ্গে এক বিবৃতিতে তিনি বলেন, 'এটা চ্যালেঞ্জিং একটি চরিত্র। এতে অভিনয় করাটা উপভোগ্য ছিলো। কারণ সত্যি ঘটনা নিয়ে ছবিটি সাজানো হলেও এটা পুরোপুরি কাল্পনিক চরিত্র। তবে মীরাকে বাদ দিয়ে গল্পটা হয় না।'
ভারতের প্রাক্তন অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের জীবন নিয়ে তৈরি হচ্ছে ছবিটি। আদালতের কাছে তার বিরুদ্ধে ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণের চেষ্টা করেন মীরা। এ চরিত্রে অভিনয়ের প্রস্তুতি হিসেবে নিজের এক আইনজীবী বন্ধুর সঙ্গে কথা বলেন লারা। তার চলাফেরাও মন দিয়ে দেখেছেন বলে জানান এ অভিনেত্রী।
একতা কাপুরের প্রযোজনা ও টনি ডি'সুজার পরিচালনায় ছবিটিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন এমরান হাশমি। এ ছাড়াও অাছেন প্রাচী দেশাই, নার্গিস ফাখরি, হুমা কুরেশি, গৌতম গুলাতি প্রমুখ। ‘আজহার’ মুক্তি পাবে আগামী ১৩ মে।
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ