ইউটিউব কাঁপাচ্ছে সাবেক পর্ণস্টার ও বলিউড অভিনেত্রী সানি লিওনের 'দো পেগ মার' গানটি। ৩০ মার্চ টি সিরিজের ব্যানারে আপলোড করা গানটি দুই দিনেই দেখেছে ১১ লাখের বেশি মানুষ। গানটিতে সানিকে সেই চিরচেনা খোলামেলা রূপেই দেখা গেছে।
'ওয়ান নাইট স্ট্যান্ড' সিনেমার এই গানটি ইতোমধ্যে আলোচনার শীর্ষে ওঠে এসছে। গানটিতে সানির পাশাপাশি দেখা গেছে তানুজ ভিরওয়ানিকে। সিনেমায় সানির বিপরীতে অভিনয় করছেন তিনি।
'দো পেগ মার' গানটির কথা লিখেছেন কুমার এবং কণ্ঠ দিয়েছেন সঙ্গীতশিল্পী নেহা কাক্কর। 'ওয়ান নাইট স্ট্যান্ড' সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন ভবানি আয়ার এবং পরিচালনা করছেন জেসমিন ডি সুজা। সিনেমাটি আগামী ২২ এপ্রিল মুক্তি পাবে।
ভিডিও:
বিডি-প্রতিদিন/০১ এপ্রিল ২০১৬/ এস আহমেদ