ক্যামেরার সামনে বরাবরই সাবলীল বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে। এমনকি বেশ কিছু ছবিতে অঙ্গভঙ্গি ও শরীর উপস্থাপনে রাধিকাকে বেশ সাহসী ভূমিকায় দেখা গেছে। সেই অভিনেত্রী কিনা র্যাম্পে ক্যাটওয়াক করতে এসে নার্ভাস হয়ে পড়লেন! দ্য মেরাকি প্রজেক্টের জন্য সোনালি পামনানির ডিজাইন করা পোশাক পরে গত ৩১ মার্চ মঞ্চে পায়চারি করতে দেখা যায় ৩০ বছর বয়সী এই অভিনেত্রীকে।
সাংবাদিকদের রাধিকা বলেছেন, ''এবারই প্রথম র্যাম্পে হাঁটলাম। এ কারণে খুব নার্ভাস ছিলাম। আমার আশা, পরেরবার থেকে সাবলীল থাকবো।''
'মাঝি-দ্য মাউন্টটেন ম্যান' তারকার কথায়, ''এই পোশাকগুলো সত্যি ভালো লাগছে। ব্যক্তিগতভাবে আমি কটনের পোশাক পরি বেশি। অবশ্যই ঢিলেঢালা পোশাক সেগুলো। স্বাচ্ছন্দ্যবোধ করাই আমার কাছে মূল বিষয়। আমি চটকদার মানুষ নই, তাই এই পোশাকগুলোর সঙ্গে মানিয়ে নিয়েছি।''
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ