ইমরান হাশমি মানেই চুমুর দৃশ্য। হাশমির বিপরীতে অভিনয় করেছেন আর তার চুমুর ছোঁয়া পাননি এমন অভিনেত্রী বলিউডে নেই বলা যায়। পর্দায় ইমরান হাশমির চুম্বন দর্শকদের মধ্যে যেমন শিহরণ জাগাতো, তেমনি তার বিপরীতে অভিনয় করাটা রোমাঞ্চকর মনে করতে অভিনেত্রীরা। সেই ইমরান হাশমির চুম্বন নিয়ে অভিযোগ তুললেন অভিনেত্রী নার্গিস ফাখরি।
আজহার সিনেমায় ইমরান হাশমির সঙ্গে অভিনয় করছেন নার্গিস। ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দীনের স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করছেন তিনি। সিনেমার একটি গানে হাশমির সঙ্গে বেশ কয়েকটি চুমুর দৃশ্যে দেখা যাবে তাকে। কিন্তু গানের শুটিংয়ের সময় হাশমির চুমু নাকি মোটেও উপভোগ করেননি এই অভিনেত্রী।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নার্গিস বলেন, ''আমি গানের শুটিং খুব একটা উপভোগ করিনি যতটা না তিনি (হাশমি) করেছেন। অনেক চুমুর দৃশ্য ধারণ করা হয়েছে। কিন্তু শুটিংয়ের সময় বুঝতে পারছিলাম না চুমুর দৃশ্য ধারণ হচ্ছে না বার বার রিটেক নেওয়া হচ্ছে, নাকি কেউ আমার সঙ্গে মজা করছে।''
বিডি-প্রতিদিন/০২ এপ্রিল ২০১৬/ এস আহমেদ