এবার ছবি প্রযোজনায় নাম লিখলেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। ছবির গল্পকারও তিনি। আর ছবিটি পরিচালনা করছেন বিশেষ কৃষ্ণমূর্তি। গত ১০ মার্চ থেকে চেন্নাইতে শুরু হয়েছে '৯৯ সংস' নামের ছবির শুটিং। ছবিতে নায়ক-নায়িকার ভূমিকায় দেখা যাবে দুই নতুন মুখ তেনজিং ঞালা ও হিমন ভাট।
এ আর রহমান বলেন, যে কোনো প্রজেক্টের ভিত্তি হল লেখা। সেটা হতে পারে মুভির গল্প, হতে পারে গানের কথা। যেহেতু আমার এই ছবি সঙ্গীতপ্রধান, তাই শক্তিশালী একটা গল্পের অবশ্যই প্রয়োজন ছিল। আশাকরি আমার গল্প এবং বিশেষের করা চিত্রনাট্য এই ছবিকে এগিয়ে দিতে সাহায্য করবে।’
মূলত '৯৯ সংস' ছবির কেন্দ্রে আছেন এক সঙ্গীতশিল্পী। লড়াই আর বঞ্চনার পথ পেরিয়ে সেই সঙ্গীতশিল্পীর বিখ্যাত মিউজিক কম্পোজার হয়ে ওঠার কাহিনী দেখানো হবে এই ছবিতে। সব ঠিক থাকলে ছবিটি আগামী বছর মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/ ০২ এপ্রিল, ২০১৬/ রশিদা