একসময়ের শিশুদের প্রিয় বিনোদন ছিল মোগলি, জাঙ্গল বুক ইত্যাদি। নামগুলো শুনলে আজও অনেকেই স্মৃতিকাতর হয়ে পড়েন। বিশেষ করে মোগলির দুঃসাহসিক অভিযান তো কখনোই ভুলে যাওয়ার নয়। সেই স্মৃতিই ফের পুনরুজ্জীবিত হয়ে ফিরছে। ডিজনি মোগলিকে নিয়ে এলো নতুন আঙ্গিকে। সঙ্গে ফিরছে মোগলির বিখ্যাত গান, ‘জঙ্গল জঙ্গল বাত চলি হ্যায়, পাতা চলা হ্যায়/ চাড্ডি পহন কে ফুল খিলা হ্যায়, ফুল খিলা হ্যায়’।
ভারতে ছবিটি মুক্তি পাচ্ছে ৮ এপ্রিল। ইতোমধ্যেই ইউটিউবের মাধ্যমে গান ছড়িয়ে পড়েছে ফেসবুক, টুইটারে। আগেরবার মোগলির গান দর্শকের সামনে এনেছিলো ভরদ্বাজ ও গুলজার জুটি। এবার সেই গানই ফিরছে নতুনভাবে।
ডিজনি প্রযোজিত এই ছবিতে কণ্ঠ দিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া, ইরফান খান, নানা পাটেকার, ফ্রিডা পিন্টো। ছবিতে মোগলির ভূমিকায় দেখা যাবে ১০ বছরের নীলকে।
বিডি-প্রতিদিন/ ০৩ এপ্রিল, ২০১৬/ রশিদা