মানুষ যা ভাবে তার সবটা কী হয়! প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ও ভেবেছিলেন এক। হল আর এক। আর কিছুদিনের মধ্যেই বিয়ের পিড়িতে বসার কথা ছিল ভারতীয় জনপ্রিয় ধারাবাহিক 'বালিকা বধূ'র অতি পরিচিত মুখ অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের। সেটা আর হলো না। শুক্রবার মুম্বাইয়ের বাড়ি থেকে বছর চব্বিশের প্রত্যুষার গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত দেহ উদ্ধার হয়।
প্রত্যুষার মৃত্যুর পর অভিযোগের তীর তার বয়ফ্রেন্ড রাহুলের দিকে। অনেকেই বলছেন, রাহুলের সঙ্গে সম্পর্কই প্রত্যুষাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। অভিনেত্রীর ঘনিষ্ঠ বান্ধবী সারা খান বলেছেন, ''প্রত্যুষা ওর সব কথা আমাকে বলত। আমি জানি রাহুলের জন্য ও খুব সমস্যায় ছিল। রাহুলকে ঘিরেই প্রত্যুষার যাবতীয় সমস্যা ঘুরপাক খাচ্ছিল। প্রত্যুষার টাকাতেই চলত রাহুলের দিনযাপন। প্রত্যুষার সব টাকা শুষে নিয়েছিল ও।''
রাহুলকে যে তাঁর বরাবরই অপছন্দ ছিল, তা-ও জানিয়েছেন সারা। একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে সারা বলেছেন, ''রাহুল ওর জীবনে আসার পর থেকে ওর সঙ্গে সব বন্ধুদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। আমি বলেছিলাম রাহুলের সঙ্গে সম্পর্ক শেষ করতে। এর পরে ও আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয়।''
এতকিছুর পরও রাহুল রাজ সিংহের সঙ্গে আগামী কয়েক মাসের মধ্যেই বিয়ের পরিকল্পনা সেরে ফেলেছিলেন প্রত্যুষা। সেই মতো ডিজাইনার রোহিত বর্মাকে বিয়ের লেহেঙ্গা তৈরির অর্ডারও দিয়েছিলেন প্রত্যুষা। ২২ মার্চ লেহেঙ্গা তৈরি করে রোহিত তা পাঠিয়েও দেন। কিন্তু প্রত্যুষার ইচ্ছাপূরণ আর হল না। লেহেঙ্গার সাজে প্রত্যুষার আর বিয়ের পিঁড়িতে বসা হল না। তাই শেষযাত্রায় তাঁর গায়ে জড়িয়ে দেওয়া হল বিয়ের সেই পোশাক। মুম্বাইয়ে শেষকৃত্য সম্পন্ন হয় নায়িকার। সেখানে হাজির ছিলেন তাঁর মা-বাবা, আত্মীয় ও বন্ধুরা।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ