আগে ছিলেন কস্টিউম ডিজাইনারই। সেখান থেকে অভিনয়ে। তবে ছাড়তে পারেননি নেশা। এখনও সুযোগ পেলে ফ্যাশন ডিজাইনের বিভিন্ন ইভেন্টে নিজেকে জড়িয়ে ফেলেন। সম্প্রতি নিজের 'ক্লোদিং লাইন' খোলার ইচ্ছা প্রকাশ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা। নামও ঠিক করে ফেলেছেন। 'আসলি সোনা'। তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের নামও এটাই।
তাহলে কি অভিনয় ছেড়ে দিচ্ছেন এ অভিনেত্রী? সম্প্রতি এক ফ্যাশন শোতে অংশ নিয়ে সোনাক্ষী বলেন, ''ভাগ্য আমাকে অভিনয়ে নিয়ে এসেছে। কিন্তু আমার মাথায় সব সময় ডিজাইনিংয়ের চিন্তা ঘোরে। ফ্যাশন তো অভিনয় জগতেরও একটা অংশ। তাই প্রতিদিনই আমি কোনও না কোনওভাবে ফ্যাশন জগতের মধ্যে ঢুকে পড়ি। ভবিষ্যতে নিশ্চয়ই ডিজাইনিংয়ের কাজ শুরু করব।''
তবে অভিনয় ছেড়ে দেবেন এমন কোন আভাস তিনি দেননি। শুধু অপূর্ণ সাধ পূরণের কথাই বলেছেন। এ ব্যাপারে সোনাক্ষীর বক্তব্য- তাকে দর্শকরা যেভাবে আপন করে নিয়েছেন, সেই মায়া কাটিয়ে চলে যাওয়া সত্যিই কঠিন।
বিডি-প্রতিদিন/০৩ এপ্রিল ২০১৬/ এস আহমেদ