বিতর্ক পেরিয়ে অভিনয়ে জোর দিয়েছেন সাবেক পর্নস্টার সানি লিওন। যার ছাপ পাওয়া যাচ্ছে তার অভিনয়েই। ‘বেইমান লাভ’ সিনেমার শুটিংয়ে সহ অভিনেতা রজনীশ দুগ্গলের একটি দৃশ্যের পর সানিকে কাঁদতে দেখা যায়। গ্লিসারিন ছাড়াই অভিনেত্রীর চোখে সত্যি সত্যি এভাবে কান্না দেখে তখন গোটা ইউনিটে পড়ে যায় হইচই। এমনকি কাট বলার পর বেশ কিছুক্ষণ পরেও নাকি সেটের এক কোণে গিয়ে কাঁদতে থাকেন সানি।
পরে সানি জানান, ওই দৃশ্যে অভিনয়ের জন্য তিনি চরিত্রের মধ্যে এতটাই ঢুকে গিয়েছিলেন যে, তিনি ভুলেই গিয়েছিলেন এটা তার জীবন নয়।
এই বিষয়ে ছবির পরিচালক রাজীব চৌধুরী বলেন, ‘বেইমান লাভ’ সিনেমায় সানিকে কখনও কাঁদতে দেখলে বুঝবেন সেটা তার আসল কান্না।
বিডি-প্রতিদিন/১৬ মে, ২০১৬/মাহবুব