ইচ্ছের রানি সোনম। মন যা চায় তাই করেন এই নায়িকা। সাজেন নিজের স্টাইলে। গত বছর নিজের স্টাইল তৈরি করেছিলেন নিজেই।
তবে এবার সোনমকে সাজালেন রিমঝিম ডাডু। প্রথমদিন থেকে প্যারিস মাতলো সোনমের স্টাইলে।
তবে রেড-কার্পেট নয়। কান সাংবাদিক সম্মেলন মুগ্ধ সোনমের স্টাইল ফান্ডায়। লোরিয়েলের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে এই নিয়ে টানা ৬ বছর কানে দেখা গেল সোনম কাপুরকে।
বিডি-প্রতিদিন/ ১৬ মে ১৬/ সালাহ উদ্দীন