পড়াশোনার চৌকাঠ তো সেই কবেই পেরিয়ে এসেছেন। ফের আবার পড়াশোনা? তাও আবার দেশে নয়। পড়াশোনার জন্য নাকি বুদাপেস্ট পাড়ি দিলেন নায়িকা। আরে না। ঠিক যেমনটা ভাবছেন তেমনটি নয়। পড়াশোনা তো বটেই। তবে বইয়ের পড়াশোনা নয়। ছবির জন্য পড়াশোনা। ঠিকই শুনছেন। আগামী ছবির চরিত্র নিয়ে পড়াশোনা করতে বুদাপেস্ট গেলেন ভারতীয় অভিনেত্রী কৃতী শ্যানন।
কৃতী বুদাপেস্টের পরিবেশ, সেখানকার রীতি-নীতি, বাসিন্দাদের সঙ্গে একেবারেই পরিচিত নন। কিন্তু তাঁর পরবর্তী ছবির পটভূমি এই অঞ্চল। এখন তাই দিন-রাত পায়ে হেঁটে বুদাপেস্টের আনাচ-কানাচ ঘুরে বেড়াচ্ছেন নায়িকা। এমন কি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বন্ধুত্বও পাতিয়েছেন। নায়িকার মতে তাঁর এই অভিজ্ঞতা তাঁর ছবিতে কাজে আসবে। তবে কোন ছবির জন্য কৃতী এমন বাধ্য মেয়ের মতো পড়াশোনা শুরু করলেন তা জানা যায়নি।
বিডি-প্রতিদিন/এস আহমেদ