ছবিতে শাহরুখ খানের সঙ্গে দেখা করতে চেয়ে ফ্যানের কপালে জুটেছিল জেল ও পুলিশের মার! বাস্তবটা একেবারেই আলাদা।
সম্প্রতি ইন্দোনেশিয়া থেকে শাহরুখ খানের দুই ফ্যান এসেছিলেন মুম্বাইতে। উদ্দেশ্য একটাই- প্রিয় তারকার সঙ্গে দেখা করা।
শুরুটা ছিল ছবির মতোই! তাদের মোটেও পাত্তা দেয়নি 'মান্নাত’-এর পাহারাদাররা। তবে, তারা একেবারে চুপচাপ বসে থাকেননি। একের পর এক টুইট করে অন্তত কয়েক সেকেন্ডের জন্য হলেও দেখা করার আবেদন জানিয়ে যাচ্ছিলেন শাহরুখ খানের কাছে।
স্বাভাবিক ভাবে এক সময়ে ব্যাপারটা কানে গেল বলিউডের বাদশার। তিনি বাদশার মতোই কাজ করলেন। দেখা করলেন ফ্যানের সঙ্গে। সঙ্গে একটু সময়ও কাটালেন।
বিডি-প্রতিদিন/ ২৩ মে ১৬/ সালাহ উদ্দীন