গত কয়েক বছর ধরে হলিউড অভিনেত্রী জেনিফার লরেন্স বেশ অস্বস্তিতে আছেন। সমস্যা সাংবাদিক। আরও স্পষ্ট করে বললে ফটো সাংবাদিক। হলিউড অভিনেত্রী জানান, প্রত্যেকদিন ঘুম থেকে উঠে তিনি দেখেন তার বাড়ির সামনে ১০ জন লোক ঘুমিয়ে আছেন! তাঁর ছবি তুলবেন বলে!
‘‘রোজ আমার বাড়ির সামনেই ওরা ঘুমায়! প্রতিদিন সকালে উঠে ওদের দেখতে হয়। যেটা মোটেও ভাল লাগে না!’’ বলেন জেনিফার।
অবশ্য এই নিয়ে বিশেষ কোনো অভিযোগ নেই নায়িকার। তার দাবি, ‘‘আমরা ভাগ্যবান যে নিজেদের ইমেজ নিয়ন্ত্রণ করতে পারি। আমি চাই, মানুষ আমাকে পর্দাতেই দেখুন। বড়জোর কোন ছবির প্রচারে।’’
বিডি-প্রতিদিন/২৫ মে, ২০১৬/মাহবুব