মা হওয়ার পুরো প্রক্রিয়াটি বেশ উপভোগ করেন হলিউড অভিনেত্রী মেগান ফক্স। গর্ভবতী হওয়াটা তার ভালো লাগে বলেও জানান 'ট্রান্সফরমারস' খ্যাত এ অভিনেত্রী। মা হওয়ার প্রক্রিয়াটি চমৎকার একটি ব্যাপার বলেও তার মত। 'পিপলস ম্যাগাজিন' তাদের এক প্রতিবেদনে একথা জানিয়েছে। খবর পিটিঅাই'র
সম্প্রতি ফের মা হয়েছেন মেগান ফক্স। আমেরিকান অভিনেতা ব্রায়ান অস্টিন গ্রীনের সঙ্গে এ নিয়ে তৃতীয় সন্তানের জন্ম দিয়েছেন তিনি।
মা হওয়া প্রসঙ্গে মেগান বলেন, 'ব্যাপারটি বেশ চমৎকার লাগে। গর্ভবতী হওয়া আমি ভালোবাসি। অনেক নারীই ব্যাপারটি সেভাবে অনুভব করেন না। কয়েক অংশে এটি আসলে বেদনাদায়ক ও বেরামদায়ক। পুরো প্রক্রিয়াটি আমার কাছে বেশ চমৎকার লাগে।'
উল্লেখ্য, মেগান ও ব্রায়ানের ঘরের অপর দুই ছেলে সন্তানের নাম নোহ ও বোধি।
বিডি-প্রতিদিন/২৮ মে ২০১৬/শরীফ