ঋতুপর্ণ ঘোষের মৃত্যুর তিন বছর পূর্ণ হল আজ। আসুন দেখে নেয়া যাক ঋতুপর্ণ ঘোষ সম্পর্কে পাঁচটা আজানা বা কম জানা তথ্য-
১) ঋতুপর্ণ ঘোষই একমাত্র পরিচালক যিনি সমগ্র বচ্চন পরিবারের সঙ্গে কাজ করেছেন।
২) ২০০৩ সালে 'কথা দেইথিল্লি মা কু' নামক ওড়িয়া ছবিতেই ঋতুপর্ণ ঘোষের প্রথম সিনেমায় অভিনয়। যার পরিচালক ছিলেন হিমাংশু পারিজা।
৩) ঋতুপর্ণ ঘোষই হলেন একমাত্র বাঙালী পরিচালক যিনি অমিতাভ বচ্চন, ঐশ্বরিয়া রায়, রাখি গুলজার, অজয় দেবগন, কিরণ খের, মনীষা কৈরালার মত এতজন বলিউডের অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে কাজ করেছেন।
৪) ঋতুপর্ণ ঘোষের দ্বিতীয় ছবি 'উনিশে এপ্রিল' আসলে সত্যজিত রায়ের 'জলসাঘর' থেকে অনুপ্রাণিত হয়ে তৈরী করা।
৫) 'আরেকটি প্রেমের গল্প' ছবিটির শুটিং চলাকালীন ঋতুপর্ণ ঘোষ 'সেক্স চেঞ্জিং অপারেশন' করান।
বিডি প্রতিদিন/৩০ মে ২০১৬/ হিমেল-১১