খোশ-মেজাজে আছেন মালাইকা। 'খান' উপাধিটিও গা থেকে ঝেড়ে ফেলেছেন তিনি। তবে মালাইকা ছাড়া মন ভাল নেই আরবাজের। তবে এবার ঘুচতে চলেছে আরবাজের একাকীত্বতা। আরবাজের জীবনে এন্ট্রি নিয়েছেন সানি লিওন!
রিয়েল নয়। পরিচালক রাজীব ওয়ালিয়ার হাত ধরে ক্যামেরার সামনে আরও একবার আরবাজ খান। এই ছবিতে আরবাজের বিপরীতে রয়েছেন সানি লিওন।
আরবাজের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সানি জানান, ' আমি খুব খুশি। এখন শুধু অপেক্ষা করছি, কবে শুটিং শুরু হবে।
এবছরের শুরুতেই বিচ্ছেদ হয়েছে মালাইকা আরবাজের সম্পর্ক। এমনকি সালমান চেষ্টা করেই রক্ষা করতে পারেনি ভাইয়ের ঘর। বাজারের খবর মার্কিন এক ব্যবসায়ীর প্রেমে পড়েছেন আইটেম গার্ল। সে কারণেই আরবাজের সঙ্গে সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন মালাইকা।
বিডি-প্রতিদিন/ ৩০ মে ১৬/ সালাহ উদ্দীন