'ইউথ আইকন' হিসাবে প্রয়শই উঠে আসে সালমান, শাহরুখ বা প্রিয়াঙ্কা চোপড়ার মতো বলিউড তারকাদের নাম। আবার দেশের ক্রিকেট তারকারাও আজকাল 'ইউথ আইকন' হিসাবে পরিচিত হয়ে থাকেন অহরহ। কিন্তু এদের কাউকেই প্রকৃত 'ইউথ আইকন' বলে মনে করেন না অভিনেতা ইরফান খান।
একটা ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাতকারে ইরফানের স্পষ্ট কথা যে, অভিনেতা বা খেলোয়াড়েরা নিজেদের ক্ষেত্রে যথেষ্ট গুণী 'এন্টারটেনার' এবং সমাজে তাদের প্রয়োজন আছে। কিন্তু ইরফানের মতে, 'হিরো' হতে গেলে আত্মত্যাগ দরকার, দরকার জনজীবনের প্রতি দায়িত্ববোধ ও সংকল্প।
তিনি আরও বলেন, কিছুদিন আগেই তিনি একটা ছবি দেখেন যেখানে 'ইসরো'-র মহিলা মহাকাশ বিজ্ঞানীরা একটা সফল উৎক্ষেপণের পরে আনন্দ করছেন। তার মতে এটাই 'হিরোইজম' যা ওই বিজ্ঞানীরা করছিলেন।
ইরফানের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যেই বিতর্কের ঝড় উঠেছে। কিন্তু ইরফান এবার প্রমাণ করলেন যে তিনি তাঁর অভিনেতা সত্ত্বার মতোই প্রকৃত ব্যতিক্রমী।
বিডি প্রতিদিনি/ ০১ জুন ২০১৬/ হিমেল-১৬