দ্বিতীয়বারের মতো বাবা-মা হলেন বলিউড দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি' সুজা। গতকাল জেনেলিয়া তাদের দ্বিতীয় সন্তানের জন্ম দেন। প্রথমবারের মতো এবারও তাদের ঘর আলো করে একটি ছেলে সন্তান জন্ম হয়। তাদের দেড় বছর বয়সী বড় ছেলে রিয়ানের মাধ্যমেই টুইটারে এ কথা জানান 'হাউসফুল-৩' অভিনেতা রিতেশ। খবর ইন্ডিয়া টুডে'র
দ্বিতীয় সন্তান জন্মদানের আগ মুহূর্তে জেনেলিয়া স্বামী রিতেশের সঙ্গে চমৎকার একটি ছবি টুইটারে শেয়ার করেন। দ্বিতীয় সন্তানের মা হওয়ার পথে তিনি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন।
গত বছরের ডিসেম্বরে জেনেলিয়ার দ্বিতীয়বারের মতো গর্ভবতী হওয়ার খবর প্রকাশ পায়। পরে এ দম্পতি আনুষ্ঠানিকভাবে দ্বিতীয় সন্তানের বাবা-মা হচ্ছেন বলে জানান।
উল্লেখ্য, ২০১২ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্দ হন রিতেশ ও জেনেলিয়া। এদিকে, কাজের দিক দিয়ে রিতেশের নতুন মুভি 'হাউসফুল-৩' কাল মুক্তি পাচ্ছে। এছাড়া 'বানজো' নামে একটি মুভিতেও অভিনয় করেছেন তিনি।
বিডি-প্রতিদিন/২ জুন ২০১৬/শরীফ