জাতীয় পুরস্কার থেকে অস্কার, বাফটা সবই রয়েছে তার ঝুলিতে। সেই লিস্টে নাম বাড়ল আরও একটি। 'ফুকুয়োকা' জাপানের বিখ্যাত পুরস্কার এবছর উঠতে চলেছে সঙ্গীত পরিচালক এ আর রহমানের হাতে।
সঙ্গীতে অসাধারণ কীর্তির জন্য 'ফুকুয়োকা' পাচ্ছেন এ আর রহমান।
ইকাটোপিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে জাপানের ফুকুয়োকা শহরের দেওয়া হয় এই পুরস্কার। যেখানে রয়েছে প্রধানত তিনটি বিভাগ। গ্র্যান্ড প্রাইজ, অ্যাকাডেমিক প্রাইজ এবং আর্টস ও কালচার প্রাইজ। এরমধ্যে গ্র্যান্ড প্রাইজ বিভাগে ফুকুয়োকা পাচ্ছেন এ আর রহমান।
ভারতীয়দের মধ্যে এর আগে ফুকুয়োকা সম্মান পেয়েছেন কিংবদন্তি সেতারবাদক রবি শংকর, নৃত্যশিল্পী সুব্রমন্যম, ইতিহাসবিদ রোমিলা থাপার, সরোদবাদক উস্তাদ আমজাদ আলি খান ও ইতিহাসবিদ রামচন্দ্র গুহ।'
বিডি-প্রতিদিন/ ০২ জুন ১৬/ সালাহ উদ্দীন