কিং খানের অত্যন্ত কাছের ছবি 'ফ্যান'। তার রেশ কাটেনি এখনও। মুক্তির প্রায় ২ মাস পরেও মুক্তি পেল ফ্যন ছবির নেপথ্যের কিছু দৃশ্য।
আর তাতেই ফাঁস হল এক অন্য ঘটনা। জানা গেল, ফ্যান ছবির কয়েকটি দৃশ্যে নাকি শাহরখের অভিনয় পছন্দ হয়নি পরিচালকের।
ছবিতে একটি দৃশ্যে তাকে বাজিগর ছবির একটি দৃশ্য নকল করতে হয়েছিল।
কিন্তু কিছুতেই তার অভিনয় পছন্দ হচ্ছিল না পরিচালকের। অবশেষে বাজিগর ছবিতে তার নিজের অভিনয় দেখেই কপি করলেন ফ্যান ছবিতে। এই দৃশ্যে তাকে ৭ টি টেক দিতে হয়েছিল।
বিডি প্রতিদিন/০৪ জুন ২০১৬/হিমেল-০১