দেবাশিষ বিশ্বাস পরিচালিত নতুন চলচ্চিত্র "চল পালাই"য়ে অভিনয় করছেন শিমুল খান। শনিবার সন্ধায় কাকরাইল চলচ্চিত্র পাড়ায় অবস্থিত দেবাশিষ বিশ্বাসের নিজস্ব অফিসে এ চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হন তিনি।
ছবিটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিটিতে তাকে দেখা যাবে পুলিশ অফিসার ইব্রাহিম চরিত্রে। এছাড়া ছবিটির অন্যান্য চরিত্রে থাকছেন শিপন-তমা, মির্জা এবং শাহরিয়াজ।
দেবাশিষের নতুন এ ছবিতে কাজ করার ব্যাপারে বাংলাদেশ প্রতিদিনকে শিমুল খান বলেন, 'আমাদের পারস্পরিক পরিচয় অনেক দিনের হলেও ক্যারিয়ারে প্রথমবারের মত দেবাশিষ বিশ্বাসের সিনেমায় অভিনয় করতে যাচ্ছি। এই সিনেমার অন্যতম প্রধান চরিত্র পুলিশ অফিসার ইব্রাহিমের চরিত্রে অভিনয় করবো। শনিবার সন্ধায় এ ছবিতে অভিনয়ের জন্য আনুষ্ঠানিকভভাবে চুক্তি স্বাক্ষর করেছি।'
"চল পালাই" ছবিটির শ্যুটিং আগামী ৭ আগস্ট বান্দরবন থেকে শুরু হবে বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন/০৫ জুন ২০১৬/হিমেল-০৬