জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এ নাম লেখানোর মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করলেন জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ।
শুক্রবার আনুষ্ঠানিকভাবে দলটিতে মাইলস তারকা শাফিন আহমেদ যোগ দেন। এই দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য হিসেবে মনোনীত হয়েছেন তিনি।
রাজনীতিতে যোগ দেয়ার বিষয়ে শাফিন আহমেদ জানান, শিল্পীদের দেশের প্রতি, মানুষের প্রতি রাজনৈতিক দায়বদ্ধতা রয়েছে। কয়েক বছর ধরেই আমার মনে হচ্ছিল, দেশের জন্য আরও কিছু করা উচিত। মূলত সেই স্বপ্ন থেকেই এনডিএম-এ যোগ দেয়া। জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এর যে নীতি ও মতাদর্শ সেটার সঙ্গে আমার চিন্তা ভাবনার মিল খুঁজে পাই। যার কারণে এই দলের সঙ্গে সংযুক্ত হয়ে স্বাচ্ছন্দ্যবোধ করছি।
বিডি প্রতিদিন/৫ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা