বলিউড অভিনেতা অক্ষয় কুমার এবার ধুতি আর কুর্তা পরে হকি খেলবেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে 'তালাশ' ছবির পরিচালক রিমা কাগতি তার একটি পোস্টের মাধ্যমে এমনটাই জানালেন।
অক্ষয় কুমার রিমা পরিচালিত ‘গোল্ড’ ছবিতে এবার একজন হকি কোচের চরিত্রে অভিনয় করবেন। ‘গোল্ড’ ছবিটি ১৯৪৮ এর অলিম্পিক নিয়ে তৈরি।
১৯৪৮ সালে লন্ডনে ১৪ তম অলিম্পিক যেবার ভারত জিতেছিল সেই প্রেক্ষাপটেই তৈরি হবে এই ছবি। ছবিটির শুটিং শুরু হবে এই বছরের জুলাই-আগস্ট মাসের মধ্যে। ২০১৮ সালের ১৫ আগস্ট ছবিটি মুক্তি পাবে বলে ধারণা করা যাচ্ছে।
বিডি-প্রতিদিন/ ৫ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৭