Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৪৩
আপডেট : ৬ ফেব্রুয়ারি, ২০১৭ ২০:৫৮

তারকাদের যত অদ্ভুত অভ্যাস!

অনলাইন ডেস্ক

তারকাদের যত অদ্ভুত অভ্যাস!
শাহরুখ খান

নায়ক-নায়িকাদের বড়পর্দায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায়। আর তাদের অভিনয়ে মুগ্ধ হয়েই ভক্তরা তারকাদের ব্যক্তিগত জীবন যাপনের ধারণা খোঁজার চেষ্টা করেন। কিন্তু জানলে অবাক হবেন, এমন অনেক অভ্যাস আছে, যার কথা ভক্তদের থেকে লুকিয়ে রাখারই চেষ্টা করেন তারকারা। তেমনই কিছু অদ্ভূত অজানা অভ্যাসের কথা তুলে ধরা হল এই প্রতিবেদনে।

জিতেন্দ্র: বলিউডের এই এভারগ্রিন নায়কের অভ্যাসের কথা শুনলে নিশ্চয়ই নাক শিঁটকাবেন। পেট পরিষ্কার রাখতে পেঁপে হাতেই বাথরুমে ঢুকে পড়েন তিনি। মলত্যাগের সময় বসে সেই পেঁপে খান। শুনতে অবাক লাগলেও এমন কাণ্ড নাকি প্রায়ই ঘটিয়ে থাকেন জিতেন্দ্র।

শাহরুখ খান: নিজের জুতার প্রতি দারুণ ভালবাসা কিং খানের। পায়ের জুতাকে তিনি এতটাই ভালবাসেন যে তাদের ছেড়ে থাকতেই পারেন না বলিউড বাদশা। তাই যতক্ষণ জেগে থাকেন, জুতা পায়েই থাকে। শুধু ঘুমানোর আগে তা খুলে রাখেন। তবে মাঝে মধ্যে জুতা পরেও ঘুমানোর অভ্যাস রয়েছে শাহরুখের।

সুস্মিতা সেন: মিস ইউনিভার্স বাথরুমে গোসল করতে একেবারেই পছন্দ করেন না। গোসলের জন্য তার পছন্দের জায়গা হল খোলা ছাদ বা ব্যালকনি। সেখানেই একটি বাথটব বানিয়ে নিয়েছেন।

ব্র্যাড পিট: তার সুঠাম দেহের অনুগামীর সংখ্যা নেহাত কম নয়। কিন্তু জানেন কি, হলিউডের এই সুপারস্টার গোসলের সময় সাবান ব্যবহার করেন না! তার মতে সাবানে বিষাক্ত কেমিক্যাল থাকে। যা শরীরের ক্ষতি করতে পারে। তাই সাবান থেকে দূরে থাকাই অভ্যাস ব্র্যাড পিটের।

পামেলা অ্যান্ডারসন: নতুন নতুন পোশাকে, নতুন লুকে তাকে দেখতে উৎসুক হয়ে থাকে তার ফ্যানরা। আর তিনি কিনা নিজেই নিজেকে ভয় পান! হ্যাঁ, এটাই সত্যি। ‘বেওয়াচ’-এর বিউটি কুইন পামেলা আয়নায় মুখ দেখতে ভয় পান। আয়নায় নিজের প্রতিচ্ছ্ববি দেখলে অস্বস্তি হয় তার।

অমিতাভ বচ্চন: বিগ বির এই অভ্যাস ইতিমধ্যে হয়তো অনেকেরই নজরে পড়েছে। অনেকে আবার ভেবেছেন, ভুলবশত এমনটা করেছেন বলিউড শাহেনশা। কিন্তু না। সজ্ঞানেই তিনি নিজের হাতে দু’টি ঘড়ি পরেন। এই অভ্যাসের শুরু হয় যখন ছেলে অভিষেক বিদেশে পড়াশুনা করতেন। একটি ঘড়িতে ভারতের সময় দেখাত এবং অন্যটিতে আমেরিকার। তারপর থেকেই অমিতাভের জোড়া ঘড়ি স্টাইল স্টেটমেন্টে পরিণত হয়েছিল।

বিডি প্রতিদিন/৬ ফেব্রুয়ারি ২০১৭/ সালাহ উদ্দীন

আপনার মন্তব্য