ছবি দেখলে যে কেউ ভাববে হিন্দু বাড়ির লক্ষ্মীপূজার আয়োজন করা হচ্ছে। পরিপাটি করে সাজানো হয়েছে লক্ষ্মীর আসন, সামনে ঘট, ফুল মালা। আর এমনই এক পূজার আয়োজন করেছেন দুনিয়াজোড়া বিখ্যাত সঙ্গীতশিল্পী মাইলি সাইরাস।
ইনস্টাগ্রামে সেই পূজার ছবিও পোস্ট করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, এক আসনে দেবী লক্ষ্মীর ছবিসহ আরও হিন্দু ধর্মগুরুদের ছবি। সামনে ঘট, শাঁখ, ফুল মালা, ছবির গলায় পরানো রয়েছে মালা। রান্না করা ভোগ, কলা, কমলালেবুও সাজানো রয়েছে সামনে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, মাইলি নিজের ঘর সাজিয়েছেন গোলাপের পাপড়ি দিয়ে। লাল আর হলদে গোলাপের পাপড়ি ছড়িয়ে রয়েছে ঘরের মেঝেতে। আর মোমবাতি জ্বেলেছেন ঘর জুড়ে।
তবে হিন্দু ধর্মের প্রতি মাইলির আকর্ষণ নতুন নয়। এর আগেও একাধিক পোস্টে তার সেই আকর্ষণের প্রকাশ ঘটেছে। মাইলি নিজে যখন হাতের আঙুলের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, তখন দেখা গিয়েছিল হাতে ট্যাটু করে উল্লেখ করা হয়েছিল হিন্দু পূরাণের ‘কর্ম’-এর কথা।
বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১০