মাঝে মাঝে তারকারা এমন সব কাণ্ড করে বসেন যে অবাক না হয়ে উপায় থাকে না। তেমনই এক কান্ড করে বসলেন হলিউড অভিনেত্রী ড্রিউ ব্যারিমোর। সম্প্রতি ১৩ হাজার ৩৬৪ ডলারের একটি চুলের ব্যান্ড পরে একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন তিনি। খবর ইউএস উইকলির।
কমেডি সিরিজ ‘স্যানটা ক্ল্যারিটা ডায়েট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বেশ আকর্ষণীয় ভাবেই হাজির হয়েছিলেন ড্রিউ ব্যারিমোর। তবে তার চুলের ব্যান্ডটা যে ১৩ হাজার ডলারের বেশি, সেটি দেখে কিন্তু তা বোঝার কোনো উপায় ছিল না। অথচ টাকার অঙ্কে এটির দাম ১০ লাখের বেশি।
ব্যারিমোর ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের মধ্যে ৮ ক্যারেট ব্ল্যাক ডায়মন্ড বসানো এই ব্যান্ড দিয়ে সেদিন একটি পনিটেইল বেঁধেছিলেন। তার কানে আর আঙুলে ছিল হীরার গয়না আর হাতে পরেছিলেন প্লাটিনামের ব্রেসলেট।
তবে সবকিছু ছাপিয়ে সেই অনুষ্ঠানে ড্রিউ ব্যারিমোরের সেই ব্যান্ডটিই এখন সবচেয়ে বেশি আলোচিত।
বিডি-প্রতিদিন/ ৭ ফেব্রুয়ারি, ২০১৭/ আব্দুল্লাহ সিফাত-১৯