মা হওয়ার অনুভূতিই আলাদা। প্রত্যেক নারীই এই অনুভূতিকে বর্ণনা করেন নিজের মতো করে। যেমনটা করলেন কারিনা কাপুর খান।
সম্প্রতি টুইটারে কারিনা লেখেন, কখনো এমনটাও হয়, আপনারই হৃদস্পন্দন অথচ সেই হার্টবিটটা হচ্ছে অন্য কোনো শরীরে। তৈমুর এখন আমার সেই হার্টবিট ধরে রেখেছে। কারিনার এই টুইট তো রিটুইট করার হিড়িক পড়ে গেছে। মা-ছেলের এই কেমিস্ট্রি নিয়ে আলোচনা হচ্ছে সোশ্যাল মিডিয়াতেও।
তবে সব ক্রেডিট কিন্তু কারিনা একা নেননি। ভাগ পেয়েছে সাইফও। প্রথমবার বাবা হয়েছেন, এমনটা নয়। তবু তৈমুরকে সামলাতে সবসময় সাহায্য করেন সাইফ।
কারিনা জানান, বাপ-ছেলের নাকি দারুণ ভাব। ছেলের ডায়াপার বদলও করেন সাইফ। সম্প্রতি টুইট করে কারিনা জানিয়েছেন, ‘আমি আর সাইফ, আমাদের সব রেসপনসিবিলিটই ভাগ করে নেই। ও ভীষণ সাপোর্টিভ। ’