আফগানিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং হিজবে ইসলামের নেতা গুলবুদ্দিন হেকমতিয়ারের (৬৯) ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে জাতিসংঘ। গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্ত নেয়।
আফগানিস্তানের সরকারের সঙ্গে গত সেপ্টেম্বরে শান্তিচুক্তি করায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আফগান সরকারের সঙ্গে করা চুক্তি অনুযায়ী, হেকমতিয়ার অতীতের সব ঘটনার অভিযোগ থেকে রেহাই পেয়েছেন এবং তাকে সব ধরনের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেয়া হয়েছে।
এছাড়া এই চুক্তির ফলে যুক্তরাষ্ট্র সমর্থিত আফগান সরকারের কারাগারে বন্দি হিজবে ইসলামের সব সদস্য মুক্তির অনুমতি পেয়েছেন।
নিরাপত্তা কাউন্সিলের বিবৃতিতে বলা হয়েছে, এখন থেকে নিজ সম্পদ, ভ্রমণ এবং অস্ত্র ব্যবহার করতে পারবেন গুলবুদ্দিন হেকমতিয়ার।
গুলবুদ্দিন হেকমতিয়ার আশির দশকে আফগানিস্তানে সোভিয়েত রাশিয়ার আগ্রাসনবিরোধী লড়াইয়ে নেতৃত্ব দিয়েছিলেন।
বিডি প্রতিদিন/৭ ফেব্রুয়ারি, ২০১৭/ফারজানা